সেরা পুরুষ নির্বাচন করবেন নোবেল

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১৩:৩৩

দেশে প্রথমবারের মতো শুরু হতে চলেছে ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন শেষ হয়েছে। মূল পর্ব শুরু হবে সামনে মাস থেকে। তার আগে চলছে প্রতিযোগিতার বিচারক নিয়োগের কাজ। তারই প্রক্রিয়া হিসেবে প্রথম বিচারক হিসেবে মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলের নাম ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক প্রতিষ্ঠান এক্সপোজার লিমিটেডের কর্ণধার স্বপন চৌধুরী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের মডেলিংয়ে বিচারকার্যের জন্য নোবেলকে আমাদের প্রয়োজন। ইতোমধ্যে তার সঙ্গে কথা বলে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা অন্য বিচারকদের নামও ঘোষণা করব।’

স্বপন চৌধুরী আরও জানান, ‘এখন 'মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম ধাপের কাজ চলছে। এখান থেকে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি আগামী আগস্টের শেষভাগে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বগুলো একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে প্রচার করা হবে।’

নোবেল বলেন, ‘দেশে প্রথমবার আয়োজিত এ প্রতিযোগিতাকে স্বাগত জানাই। প্রথমবারই আমাকে বিচারক করা হয়েছে ভেবে ভালো লাগছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্বটি পালন করতে চাই। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অন্য কাজের সময় খুব একটা পাই না। তার মধ্য থেকেই সময় বের করে প্রতিযোগিতাটির সঙ্গে থাকবো।’

‘মিস্টার ওয়ার্ল্ড’-এর ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে জানা গেছে, এখন পর্যন্ত ৭২টি দেশের প্রতিনিধি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশসহ আরও ৩২টি দেশ তাদের প্রতিনিধি পাঠাবে। এরপর ফিলিপাইনে মূল প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৩ আগস্ট থেকে।

এক্সপোজার লিমিটেডের মাধ্যমে ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে লন্ডনভিত্তিক সংস্থা ‘মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন’। ১৮ থেকে ২৫ বছর বয়সী বাংলাদেশি পুরুষ নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের নূন্যতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৭ ইঞ্চি। এছাড়া আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

ঢাকাটাইমস/১৮ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :