নিশামের ছক্কা দেখে মারা যান ছোটবেলার কোচ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ১৪:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে টানটান উত্তেজনা সহ্য করতে পারেননি। সুপার ওভার চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিউই অলরাউন্ডার জিমি নিশামের ছোটবেলার কোচ ডেভিড জেমস গর্ডন। অকল্যান্ডের একটি স্কুলে পড়াতেন গর্ডন। সঙ্গে ক্রিকেট কোচিং করাতেন।

গর্ডনের মেয়ে লিওনি বলেছেন, ‘‌সুপার ওভারে নিশাম ছয় মারার পরেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’‌ যদিও হাসপাতালে ভর্তি ছিলেন গর্ডন। শরীর ভাল ছিল না। তবে মারা যাওয়ার দিন চোখ রেখেছিলেন টিভিতে। নিশাম ছয় মারতেই হৃদরোগে আক্রান্ত হন।

নিশাম খবরটা পাওয়ার পর টুইট করেছেন, ‘‌ডেভ গর্ডন ছিলেন আমার স্কুলের শিক্ষক, কোচ ও বন্ধু। খেলার প্রতি ভালবাসা ছিল মারাত্মক। গর্ডনের কাছেই ক্রিকেটের পাঠ নেওয়া। আমি ছয় মারার পরেই উনি মারা যান। যেখানেই থাকুন। ভাল থাকুন।’‌

নিশামের বাবার সঙ্গেও ভাল পরিচয় ছিল গর্ডনের। গর্ডন খুব ভালবাসতেন নিশামকে। শিক্ষক থাকাকালীন ২৫ বছর কোচিং করিয়েছেন। নিশাম ছাড়াও লকি ফার্গুসন সহ আরও অনেক কিউই ক্রিকেটারের ব্যাট–বলে হাতেখড়ি গর্ডনের কাছেই।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এসইউএল)