বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১৪:৩৪

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে মৎস্য সপ্তাহ ২০১৯। এ উপলক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচী হাতে নিয়েছে।

বৃহস্পতিবার সারাদেশের মতো বোয়ালমারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর একটি র‌্যালি বের করে। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শ্লোগানে র‌্যালিটি বোয়ালমারী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ পুকুরে নানা জাতের মাছের পোনা অবমুক্ত করেন বোয়ালমারী পৌর মেয়র মোজাফফর হোসেন মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চন্দনার সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক কোরবান আলী, মৎস্য কর্মকর্তা সুদ্বীপ বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নিয়ে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলাধীন বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

ঢাকাটাইমস/১৮ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :