সাতক্ষীরায় ফেন্সিডিলসহ কারবারি আটক

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ১৫:৪৫

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আনার সময় সাতক্ষীরা দেবহাটা সীমান্ত থেকে ২১৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার বসন্তপুর নামকস্থানে ইছামতী নদীর সীমান্তবর্তী শুন্যরেখায় স্পিড বোর্ড চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম রনি হোসেন (৩০)। তিনি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

দেবহাটা বিওপি’র বিজিবি ক্যাম্প কমান্ডার ইব্রাহীম মিঞা জানান, একটি মাদক পাচারকারি চক্র ইছামতী নদী দিয়ে বিপুল মাদক ভারত থেকে দেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির টহল দলটি স্পিড বোর্ড চালিয়ে ইছামতী নদীর শূন্যরেখা এলাকা থেকে রনিকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পালিয়ে যায় আরেক মাদক কারবারি। তার নাম আকবর আলী। তিনি উপজেলার নাংলা গ্রামের দিনার আলীর ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্ল­ব কুমার সাহা জানান, এ ঘটনায় দেবহাটা বিওপির ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইব্রাহীম মিঞা বাদী হয়ে আটক রনি ও পলাতক আকবর হোসেনের নামে মাদক আইনে একটি মামলা করেছেন।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এমআর