জাপানে তিনতলা ভবনে ‘নাশকতার’ আগুনে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:২৪ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১৬:০৭

জাপানে তিন তলা একটি ভবনে আগুনে পুড়ে মরেছে অন্তত ২৬ জন। কয়েক ঘণ্টা ধরে জ্বলা এই ভবনটি জনপ্রিয় কিওটো অ্যানিমেশন স্টুডিও হিসেবে ব্যবহার হতো।

বৃহস্পতিবার সকালে সাড়ে দশটায় তিন তলা ভবনে আগুনের ঘটনা ঘটে। একজন ব্যক্তি ভবনটিতে পেট্রল ছুড়ে মারার পর আগুন লাগে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। এ কারণে এটি নাশকতা বলে ধরা হচ্ছে।

স্থানীয় জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, আগুন লাগার আগে প্রায় ৭০ জন মানুষ সেখানে কাজ করছিলেন। উদ্ধারকারীরা ৩৬ জনকে মানুষকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার অভিযানে ভবনের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠার সিঁড়িতে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

কিওটো বিভাগীয় পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, “সকালে ৪১ বছরের এক ব্যক্তি দালানের ভেতরে পেট্রল ছুঁড়ে মারে। আগুন লাগার পরে এক ব্যক্তি ‘অকালমৃত্যু’ বলে চিৎকার করতে থাকে।”

পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন এক জনকে আটক করেছে। তিনিও এই ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যেই দালানের চারিদিকে আগুন লেগে যায়।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনাস্থলে পুলিশ একটি ছুরি পেয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগুনের ঘটনাকে ‘ভাষায় অপ্রকাশযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।

১৯৮১ সালে কিওটো অ্যানিমেশন কোম্পানির প্রতিষ্ঠিত হয়। ‘কে-অন’ ও ‘দ্য মেলানকোলি অফ হারুহি সুজুমিয়া’ সহ বিভিন্ন জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ নির্মাণ করেছে। কিওটো অ্যানিমেশন আগুনের ঘটনায় এর ভক্তসহ সবাই শোক প্রকাশ করেন।

ঢাকাটাইমস/১৮জুলাই/আরআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :