কল্যাণপুরে জঙ্গি আস্তানা মামলায় চার্জশিট আমলে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১৮:৪২
ফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার একটি মামলায় ১০ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট বিচারের জন্য আমলে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। একই মামলার একমাত্র পলাতক আসামি আজাদুল কবিরাজ ওরফে হার্টবিটের (২৮) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন, রাকিবুল হাসান রিগ্যান (২১), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), হাদিসুর রহমান সাগর (৪০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮) ও নব্য জেএমবির অধ্যাতিক নেতা সংগঠনটির একাংশের আমির মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০)।

মামলার অপর আসামিদের মধ্যে রাকিবুল হাসান রিগ্যানকে অভিযানের সময়ই গ্রেপ্তার হয়। অপর আসামিরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। শুনানিকালে কারাগারে থাকা নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলা আসামিদের মধ্যে রিগ্যান, র‌্যাশ, সাগর, মামুন, খালেদ ও সবুর খান গুলশানের হলি আর্টিজান মামলারও আসামি।

এর আগে গত ১১ এপ্রিল ঢাকা সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ মামলার চার্জশিট দাখিল করেন।

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়ির পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যায়। রাকিবুল হাসান রিগ্যান গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। একজন পালিয়ে যায়।

ওই ঘটনায় ওই বছর ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় এ মামলা করেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :