তাড়াশে ১১০ হেক্টর জমির ধান পানির নিচে

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ২০:০৭

বৃষ্টি আর উজানের ঢলে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় ১১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। গত তিন দিনে চলনবিলে পানি বৃদ্ধি পাওয়ায় তাড়াশ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় রোপা আমন, বোনা আমন ও বীজ তলা পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তারা।

তাছাড়া প্রতিদিন নতুন নতুন এলাকার রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। উপজেলার বিলপাড়ের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় পানি উঠে ডুবে যাচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলনবিল এলাকার তাড়াশ উপজেলার সগুনা, মাগুড়া বিনোদ ও তাড়াশ সদর ইউনিয়নের ১১০ হেক্টর জমির আমন ধান তলিয়ে যায়।

আব্দুল মজিদ নামে স্থানীয় বাসিন্দা জানান, যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে। তাতে তাড়াশে ব্যাপক বন্যা হওয়ার আশংকা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তাড়াশ উপজেলায় বন্যার পানিতে প্রায় ১১০ হেক্টর জমির রোপা আমান, বোনা আমন ও বীজতলা পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে। আর প্রতিনিয়ত এভাবে পানি বৃদ্ধির হতে থাকলে আরো ক্ষতি হবে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :