রামেক হাসপাতালে চার ডেঙ্গু রোগী

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ২১:৩৩

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এদের মধ্যে রামেকেরই এক ছাত্র রয়েছেন।

এক চিকিৎসকসহ বাকি তিনজন ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে এসে ভর্তি হন। তাদের বাড়ি রাজশাহী বলে ঢাকা থেকে তাদের রাজশাহীতে পাঠানো হয়েছে।

রামেকের ডেঙ্গু আক্রান্ত ছাত্রের নাম জাহান আলম। তিনি চতুর্থ বর্ষের ছাত্র। তিনি গত সোমবার রামেক হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি দিনাজপুর জেলার কামালপুরে।

ঢাকা থেকে আসা অন্য তিনজন হলেন- নাটোর লালপুরের সালাউদ্দিন, রাজশাহীর মোহনপুরের শফিকুল ইসলাম ও রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার ইমরান মালিথা। তিনি গত বছর রামেক থেকে ইন্টার্নি শেষ করেছেন। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে গত সোমবার ভর্তি হন।

আর শফিকুল ও সালাউদ্দিন ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানেই ডেঙ্গু জ্বর হলে তাদের বাড়ি রাজশাহীতে হওয়াই ঢাকার চাপ কমাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড (ছাত্রপত্র দিয়ে আনত্র পাঠানো) হয় বলে তাদের স্বজনেরা জানান।

এদের মধ্যে সালাউদ্দিন গত সোমবার ও শফিকুল ইসলাম গত মঙ্গলবার রামেক হাসপাতালে ভর্তি হন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘রামেক হাসপাতালে বর্তমানে চারজন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা ভালো।’

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বোর্ড করা হয়েছে। পাশাপাশি ব্লাড ব্যাংকেও পর্যাপ্ত রক্তের চাহিদা দেয়া আছে। এ জন্য রক্তের চাহিদাও আমরা মেটাতে পারব।’

তিনি আরও বলেন, ‘রোগীদের সকল খরচ সরকারিভাবে করা হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবেলার জন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। বর্তমানের ১৭ নম্বর কেবিনকে আধুনিকায়ন করে ডেঙ্গু মোকাবেলায় আলাদা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও জানান রামেক হাসপাতালের এই কর্মকর্তা।’

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :