‘জল সবুজে আঁকা, প্রিয় শহর ঢাকা’ ক্যাম্পেইন

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ২১:৫২

ঢাকাটাইমস ডেস্ক

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক প্রাণঘাতি রোগ সম্পর্কে ঢাকা শহরের জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির জন্য এসিআই ওয়াটার পাম্প এবং ইয়ামাহা রাইডার ক্লাবের যৌথ উদ্যোগে ১৭ জুলাই উত্তরা, মিরপুর ও বনশ্রী এলাকায় আয়োজিত হয়েছে ‘জল সবুজে আঁকা, প্রিয় শহর ঢাকা’ ক্যাম্পেইন।

বর্ষাকালে ঢাকা শহরসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াজনিত রোগের বিস্তার ঘটে। জমে থাকা পানিতে রোগ বিস্তারকারী মশা চারিদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে দেয়।

ইয়ামাহা রাইডার ক্লাব, তরুণদের গ্রুপ যারা সচেতনতামূলক সক্রিয় কর্মকাণ্ডে বিশ্বাসী। তারা ‘জল সবুজে আঁকা, প্রিয় শহর ঢাকা’ ক্যাম্পেইন নিয়ে এগিয়ে এসেছে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও নিজেরাই বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে।

এসিআই ওয়াটার পাম্পের উদ্যোগে এই স্বপ্নবাজ তরুণরা ঢাকা শহরের অলিতে- গলিতে, আনাচে-কানাচে জমে থাকা ময়লা পানি নিষ্কাশন করে মশার বংশ বৃদ্ধি বিস্তারে প্রতিরোধ গড়ে তুলছে। স্বপ্ন দেখছে এক পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা শহরের।

(ঢাকাটাইমস/১৮জুলাই/বিজ্ঞপ্তি/এলএ)