হেলমেট চুরি করতে গিয়ে মাদকসেবী আটক

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ২২:৩৯

ব্যুরো প্রধান (রাজশাহী), ঢাকাটাইমস

রাজশাহীতে মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করতে গিয়ে আটক  হয়েছে এক মাদকসেবী। মোটরসাইকেলটি রেখেছিলেন ঢাকাটাইমসের রাজশাহী ব্যুরো প্রধান রিমন রহমান।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খানকে একাধিকবার ফোন করেন রিমন রহমান। কিন্তু তিনি ফোন ধরেননি। ফলে ওই মাদকসেবীকে ছেড়ে দিতে হয়েছে।

সাংবাদিক রিমন রহমান বলেন, ‘শহরে এ ধরনের মাদকাসক্ত চোরের উপদ্রব বেড়ে গেছে। সম্প্রতি নগরীর রাণীবাজার এলাকায় তার মোটরসাইকেল থেকে হেলমেট চুরি হয়েছে। আরও  অনেকেরই হেলমেট চুরি হচ্ছে বলে শোনা যাচ্ছে। ফলে হেলমেট না থাকার কারণে চালকরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন।’

তিনি বলেন, ‘রাস্তায় হেলমেট না থাকলেই পুলিশ ট্রাফিক আইনে চালকের বিরুদ্ধে মামলা করে। কিন্তু পুলিশকে বলব, আগে মাদক নিয়ন্ত্রণ করেন। তারপর হেলমেট না থাকার মামলা দিন।’

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই এ ধরনের মাদকসেবী গ্রেপ্তার হচ্ছে। কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আবার মাদকসেবন শুরু করছে।’

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)