মিয়ানমারের নাগরিকসহ মানবপাচারকারী চক্রের ১৩ সদস্য আটক

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ২৩:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিকসহ মানবপাচারকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। অভিযানে উদ্ধার করা হয়েছে আড়াই শ পাসপোর্ট।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মেজর আশরাফুল হক।

তিনি বলেন, কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার পাগলা হোসেনের বাড়ি থেকে মিয়ানমারের নাগরিক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আরো ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে ট্রাভেল এজেন্সির লোকও রয়েছেন।

অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫১ টি পাসপোর্ট। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, পাচারকারী চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ অথবা ইমিগ্রেশনের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস/ইএস