চাঁদপুরে পাথরবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ০৮:৪৮
প্রতীকী ছবি

চাঁদপুরের মেঘনায় তেলের ট্যাংকারের ধাক্কায় ১২ টন পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদী দিয়ে এমটি সোয়াইদ মুন্সী এক্সপ্রেস নামে একটি পাথরবোঝাই জাহাজ যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা এমটি সামিয়া-২ নামক তেলের ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়। বিকট শব্দ পেয়ে মাছ ধরার জেলেরা এগিয়ে আসে। পরে জেলে এবং নৌপুলিশের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হয়। তবে দুজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হলেন রাজিব শেখ ও আরিফ হোসেন হাওলাদার।

চাঁদপুর নৌ-থানার নৌপুলিশ ও চাঁদপুর ফায়ার সার্ভিস উপ-পরিচালক ফরিদউদ্দিনের নেতৃত্বে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ডুবরিরা দুই ঘণ্টা চেষ্টা চালায়। তবে নিখোঁজদের উদ্ধার করতে পারেনি।

ডুবে যাওয়া জাহাজের চালক মইনুদ্দিন জানান, মংলা থেকে নির্মাণকাজের পাথর নিয়ে তাদের জাহাজটি চাঁদপুর বন্দরের দিকে আসছিল। তেলের ট্যাংকার সামিয়া-২ তাদের জাহাজের উপর উঠিয়ে দিলে সেটি ডুবে যায়।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :