সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ১১:২৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার শান্তিপুর গ্রামের ভানু মিয়া (৩৬) ও তার ছেলে সুমন মিয়া (১১)।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিদ্দিকি জানান, শুক্রবার সকাল সাতটার দিকে একটি ছোট নৌকা নিয়ে বাবা-ছেলে পাকনার হাওরে মাছ ধরতে যান। আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ১০ জুলাই জেলার জামালগঞ্জ উপজেলায় একটি স্কুল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে হেলিপ্যাড মাটে বজ্রাঘাতে মারা যান বাবা সাবিতুল ও পুত্র অন্তর।

গত ১৩ জুলাই তাহিরপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের হারিদুল ও তার ছেলে তারা মিয়া।

পরপর বজ্রপাতে ঘটনায় প্রাণহানিতে আতঙ্কে রয়েছে হাওরপারের মানুষের। সুনামগঞ্জের ১১টি উপজেলায় গত চার বছরে শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :