কিশোরগঞ্জে হুমায়ূন আহমেদ স্মরণে সাহিত্য আসর

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ১১:৩৬

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য আসর। তারা প্রয়াত লেখকের মাগফেরাত কামনা করেছেন।

শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ন ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসরের ৫৫৯তম সাহিত্য সভায় বরেণ্য এই লেখককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা। প্রধান আলোচক ছিলেন সত্তর দশকের প্রধান কবি আশুতোষ ভৌমিক।

ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় আলোচনায় অংশ নেন বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল, শিল্পী সমর বসাক, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা দেব নাথ, সহসাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, সহপ্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, কাজী আহমেদ রাজু, কবি জাবের রহমান, চাঁদনী আক্তার চুমকী, রিমা আক্তার প্রমুখ।

সভায় উপস্থিত কবি-সাহিত্যিকরা কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন এবং শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :