স্ত্রীর লেখা গল্পে পরিচালক আজিজুল হাকিম

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ১৪:০০

বিনোদন প্রতিবেদক

অসংখ্য জনপ্রিয় নাটকের অভিনেতা আজিজুল হাকিম বর্তমানে নির্মাণে বেশি মনোযোগী হয়েছেন। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন নতুন একটি নাটক। নাম ‘স্বপ্নের নীল থামি’। এখানে থামি হলো উপজাতিদের ঐতিহ্যবাহী একটি পোশাকের নাম। এই নাটকের গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম। সম্প্রতি রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদ আয়োজনে এটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

‘স্বপ্নের নীল থামি’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার দুই পরিচিত মুখ সমাপ্তি মাশুক ও অপর্ণা ঘোষ। এর কাহিনিতে দেখা যাবে, সমাপ্তি মাশুক উপজাতিদের সঙ্গে থাকেন। ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করলেও একটা সময় তিনি পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। অপর্ণাকে দেখা যাবে স্থানীয় স্কুলের শিক্ষিকার চরিত্রে। একটা সময় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে।

নাটকটি সম্পর্কে অভিনেতা সমাপ্তি মাশুক বলেন, ‘প্রথমবার আজিজুল হাকিম ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম। চমৎকার অভিজ্ঞতা হলো। উনি খুব ধরে ধরে কাজটি করেছেন। তবে ওনার স্ত্রীর নির্দেশনায় আগে কাজ করেছি। নাটকের শুটিং হয়েছে রাঙামাটির উপজাতি অধ্যুষিত এলাকায়। চারদিন শুটিং করেছি। স্থানীয় উপজাতিদের ভাষা ও চট্টগ্রামের আঞ্চলিক মিশ্রণে নাটকটি নির্মিত হয়েছে।’

উপজাতি এলাকায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা বলেন, ‘অনেকে ধারণা করেন উপজাতিরা স্বভাবে একটু অন্যরকম, নিজেদের সম্প্রদায়ের বাইরে মেশেন না। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। উপজাতিরা খুবই মিশুক। আমাদের অনেক সাহায্য করেছেন। রাঙামাটির যে এলাকায় শুটিং হয়েছে, সেখানে কোনো শুটিং হাউজ নেই। উপজাতিদের বাড়িতে গিয়ে শুটিং করেছি। তারা একেবারেই ‘মাই ডিয়ার’ টাইপের।’

ঢাকাটাইমস/১৯ জুলাই/এএইচ