‘পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে’

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ১৬:২৭

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন,‘সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। বন্যাকবলিত মানুষের কাছে তা পৌঁছে দেয়া হবে। তাদের কোন ধরনের সংকট হবে না।’

তিনি শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিণি, পাণিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা বেগম প্রমুখ।

মন্ত্রী গাইবান্ধার বানভাসীদের জন্য ৫০০ তাবু, ৫০০ বান্ডিল ঢেউ টিন, ২০০ মে.টন চাল ও পাঁচ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ দেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএ)