ধোনিকে নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে: গম্ভীর

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ১৭:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর মনে করেন, এটাই সঠিক সময় মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। আবেগ নয়, এখন সময় বাস্তব নিয়ে চিন্তা করার। গৌতম গম্ভীর মনে করিয়ে দেন যে, ভারতের অধিনায়ক থাকার সময় ধোনি নিজেও তরুণদের দলে জায়গা করে দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন।

ধোনির অবসর নিয়ে বিভিন্ন মহল থেকে নানা খবর আসছে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে ধোনি অবসর নেওয়ার আগে ভারতীয় দল চাইবে উইকেটের পিছনে তাঁর উত্তরাধিকার তৈরি করে ফেলতে। সেই জায়গায় নাম ঘুরছে রিশাব পান্ত, ইশান কিষাণ, সঞ্জু স্যামসনদের মতো তরুণদের। রিশাব ইতিমধ্যেই ভারতের হয়ে টেস্ট ও একদিনের ম্যাচ খেলে ফেলেছেন। তবে তাঁর অভিজ্ঞতার অভাব চোখে পড়েছে বারবার।

এবারের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত। বিশ্বকাপে নয় ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ২৭৩ রান, স্ট্রাইক রেট ৮৭.৭৮। ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই স্ট্রাইক রেট। নিচের দিকে নেমে ম্যাচ শেষ করতে সিদ্ধহস্ত ধোনি বারবার সেই জায়গায় পিছিয়ে পড়ছেন। তবে উইকেটের পিছনে তাঁর ঠান্ডা মাথায় বোলার ও অধিনায়ককে সাহায্য করার ক্ষমতা, ধোনিকে বাদ দেওয়ার আগে ভাবাবে নির্বাচকদের।

গম্ভীর বলেছেন, ‘ভবিষ্যতের দিকে দেখাটা জরুরি। ধোনি অধিনায়ক থাকার সময়ও ভবিষ্যতের দিকেই দেখতেন। আমার মনে আছে, অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ ব্যাংক সিরিজে ধোনি শচীন, শেবাগ ও আমাকে একসঙ্গে খেলাতে রাজি ছিল না, কারণ অস্ট্রেলিয়ার বড় মাঠে। তরুণদের পরের বিশ্বকাপের জন্য তৈরি করার পক্ষপাতী ছিল ও। আবেগ নয় এখন বাস্তবটাই দেখা উচিত।’

তিনি আরও যোগ করেন, ২০২৩-এর বিশ্বকাপের আগে এখন থেকেই নতুনদের তৈরি করার দিকে নজর দেওয়া উচিত। ভারতের সামনে সেই সুযোগও রয়েছে। পান্ত, কিষাণ, সঞ্জু ও আরও অনেক তরুণ উইকেটরক্ষক ভারতে রয়েছে। তাঁদের দিকে এবার নজর দেওয়ার কথা বলেছেন গম্ভীর।

তবে এখন সব চোখ ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনির নির্বাচন হয় কিনা বা হলেও তাঁর কী ভূমিকা থাকবে সেই দিকে। নির্বাচন শুক্রবার হওয়ার কথা থাকলেও তা ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে কিছু আইনি জটিলতার কারণে। শনিবার বা রবিবার হওয়ার কথা নির্বাচন। অপেক্ষা এখন সেই বৈঠকের।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এসইউএল)