রাজধানীতে কাঁচা বাজারে আগ্নেয়াস্ত্রের কারবার, আটক ৩

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ১৮:০০ | আপডেট: ১৯ জুলাই ২০১৯, ১৮:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া কাঁচা বাজারে অস্ত্র কেনা বেচার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলবার, সাতটি ম্যাগাজিন ও ১২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- রাজু গাজী, মিনহাজুল ইসলাম ও শওকত হোসেন।

শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহীম খান।

তিনি বলেন, ‘শুক্রবার সকালে গেন্ডারিয়া কাঁচাবাজারে একদল অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির উদ্দেশ্যে একত্রিত হয়। এ সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে তারা পালানোর জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে অস্ত্র ব্যবসায়ীদের আটক করা হয়। তাদের কাছে থাকা কালো ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় শ্যামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী ও এএসআই মাসুম বিল্লাহ্ আহত হয়।’

ডিসি ইব্রাহিম খান বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রে গুলি লোড করা ছিল। তবে এখন পর্যন্ত জানা যায়নি অস্ত্রগুলোর চালান কার কাছে যাবে। তদন্তের পর বিষয়টি জানানো হবে। অস্ত্র ব্যবসায়ীদের দল থেকে ৩/৪ জন সটকে পড়েছে। তাদের বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।’

ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস/ইএস