ফরিদপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ১৮:০৩

ফরিদপুরের গত চার দিনে পদ্মার পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এরই মধ্যে জেলার তিনটি উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ জায়গায় পদ্মার পানি ঢুকে পড়েছে।

ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টের গেজ রিডার ইদ্রিস আলী জানান, ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ২০ সে.মিটার বৃদ্ধি পেয়েছে। ফলে শুক্রবার সকাল ৬টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপরে রয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে দুর্গতদের মাঝে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের নেতৃত্বে ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি করে ঢাল, চিনি, লবন, তৈল এবং হাফ কেজি নুডলস দেয়া হয়।

ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমান জানান, ফরিদপুর এখনও বন্যাকবলিত জেলায় পরিণত হয়নি। তবে বন্যার আশঙ্কায় আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে তিন উপজেলা ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, জেলা ত্রাণ কর্মকর্তা সাহিদুর রহমান, নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :