শ্রীলঙ্কা সিরিজে নিদাহাস ট্রফির উত্তেজনা থাকবে: মাশরাফি

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ১৯:২৫ | আপডেট: ১৯ জুলাই ২০১৯, ১৯:২৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত বছরের মার্চে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত নিদাহাস ট্রফিতে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। লিগ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয় পেয়ে ফাইনালে উঠেছিল টাইগাররা। বছর না ঘুরতেই আবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল (শনিবার) শ্রীলঙ্কায় যাবে মাশরাফি বিন মর্তুজার দল। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ জুলাই।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন, ‘এই সিরিজে দুই দলের মধ্যেই নিদাহাস ট্রফির উত্তেজনাটা থাকবে। সিরিজ শুরুর আগে দুই দলই সমান অবস্থানে। শ্রীলঙ্কা হোমে ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপে তারা আমাদের মতোই তিনটি জয় পেয়েছে। তারা স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করে। তবে আশা করছি, এই সিরিজে আমরা ভালো কিছু করতে পারব।’

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান। কিন্তু সাকিব এই সিরিজে খেলবেন না। তিনি ছুটি নিয়েছেন। সাকিব না থাকার ব্যাপারে মাশরাফি বলেন, ‘সাকিব বিশ্বকাপে দারুণ খেলেছে। শুধু বিশ্বকাপে ভালো করেছে বলে নয়, ওকে আমরা সবসময়ই মিস করি। ও না থাকলে ওর জায়গা পূরণ করতে দুই-তিনজন লাগে।’

মাশরাফি বলেন, ‘এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো সুযোগ নেই। এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী বিশ্বকাপ সামনে রেখে হয়তো পরীক্ষা-নিরীক্ষা দরকার হবে। কিন্তু সেটি এখনই হয়।’

বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল একেবারেই বাজে। আট ম্যাচে মাত্র একটি ‍উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে এই সিরিজে তিনি চাপে থাকবেন কিনা এ বিষয়ে মাশরাফি বলেন, ‘চাপ সবসময়ই থাকে। চাপ নিয়েই খেলতে হয়। তবে, বাড়তি কোনো চাপ নেই।’

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এসইউএল)