ট্রাম্পের বর্ণবাদী টুইটের নিন্দা করলেন জার্মান চ্যান্সেলর

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ২২:৩১ | আপডেট: ১৯ জুলাই ২০১৯, ২২:৩৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী টুইটের নিন্দা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল । ট্রাম্পের বর্ণবাদী টুইট তার ‘আমেরিকা ফাস্ট নীতি’ বিরোধী বলে শুক্রবার এ মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প এক টুইটে লিখেন, ‘খুবই অবাক লাগে দেখতে যখন ‘প্রগতিশীল’ ডেমোক্র্যাট কংগ্রেসের নারী সদস্যরা, যারা এমন দেশে থেকে এসেছেন যেখানে তাদের সরকার বিপর্যস্ত, বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অদক্ষ, বিশ্বের শ্রেষ্ঠ এবং সবচেয়ে ক্ষমতাশালী দেশ যুক্তরাষ্ট্রে এসে এখানকার মানুষদের বলছে কীভাবে আমাদের সরকার পরিচালনা করতে হবে।’’

তিনি আরো লিখেন,‘তারা কেন তাদের নিজেদের অপরাধপ্রবণ দেশে ফিরে গিয়ে তাদের পরিস্থিতির উন্নয়ন করে না! তারপর ফিরে এসে আমাদের জানালেই পারে যে কীভাবে সে কাজ করলো তারা।’

প্রগতিশীল ডেমোক্রেট দলের চার নারী সদস্যদের উদ্দেশ্যে করে ট্রাম্প টুইট করেন। কারণ তিন জন সদস্য শৈশবে অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। আর একজন সদস্য যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করেন। ট্রাম্পের এ জাতিগত বিদ্বেষ বক্তব্যের জন্য সমালোচনার ঝড় বইছে।

জার্মান চ্যান্সেলর ডেমোক্রেট দলের নারী সদস্যের প্রতি সহমর্মিতা পোষণ করেন।

তিনি বলেন,‌‘বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীদের অবদান অনস্বীকার্য।‘

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন।

ঢাকাটাইমস/১৯জুলাই/আরআর