সিরিজ চ্যালেঞ্জিং হবে, বলে গেলেন তামিম

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ১৪:৩০ | আপডেট: ২০ জুলাই ২০১৯, ১৪:৩১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তামিম হয়তো স্বপ্নেও ভাবেননি শ্রীলঙ্কা সিরিজে তার কাঁধে উঠবে অধিনায়কের দায়িত্ব। কিন্তু না ভাবলেও বাস্তবে তাই হলো। মাশরাফি বিন মর্তুজা ছিটকে যাওয়ায় এবং সাকিব আল হাসান ছুটিতে থাকায় তামিমকে অধিনায়ক করল বিসিবি। তামিমের নেতৃত্বেই শনিবার দুপুর একটার দিকে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শ্রীলঙ্কা সিরিজে দলে ১৪ জন খেলোয়াড় থাকলেও আজ গেছেন ৮ জন। সাব্বির, মিথুন, রুবেল ও বিজয় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন। তারা যাবেন ২২ জুলাই। অন্যদিকে, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ এখন ভারতে আছেন। তারা ভারত থেকেই শ্রীলঙ্কায় যাবেন।

শনিবার ঢাকা ছাড়ার আগে তামিম ইকবাল বলেছেন, ‘চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে খেলতে পারছে না। এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দলটির প্রমাণ করার অনেক কিছু আছে।’

সেই সাথে আশার কথাও শুনিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেছেন, ‘এর আগে আমরা ওখানে ভালো ক্রিকেট খেলেছি। আশা করি, এবারও চ্যালেঞ্জ উতরে ভালো কিছু করতে পারব।’

বিশ্বকাপে তামিম মোটেও ছন্দে ছিলেন না। তবে, তিনি এখন সেসব নিয়ে ভাবছেন না। নতুন সিরিজে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এই টাইগার ওপেনার। তামিম বলেছেন, ‘কোনো সিরিজে খারাপ করলে তা নিয়ে ভাবতে থাকলে বরং খারাপই হবে। সবসময় সামনের দিকে তাকাতে হবে, ইতিবাচক ভাবতে হবে। আমি সেটাই করছি।’

এই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। দ্বিতীয় ও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই।

(ঢাকাটাইমস/২০ জুলাই/এসইউএল)