৩ লাখ টাকায় বাঁচতে পারে শিশু লামিয়ার জীবন

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ১৪:৪০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরী (বৈরাগ বাড়ি) গ্রামের দিনমজুর আবুল কালামের মেয়ে লামিয়া আক্তার (৮)। স্থানীয় ৮৪নং মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সে। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছে। তার হৃদপিন্ডে ধরা পড়েছে দুটো ফুটো।

দ্রুত অস্ত্রোপচার না করলে লামিয়াকে বাঁচানো সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক এ বি আব্দুস সালাম।
লামিয়ার চিকিৎসার জন্য লাগবে তিন লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এতো টাকা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। প্রিয় সন্তানকে বাঁচাতে পাগলপ্রায় তার মমতাময়ী মা ফাতেমা বেগম। মেয়েকে বাঁচাতে তাই বিত্তবাদনের প্রতি আহ্বান জানান তারা।

লামিয়ার বাবা আবুল কালাম জানান, তিনি একজন দিনমজুর। কোনোরকম সংসার চলে তার। অপারেশনের এতো টাকা তার কাছে নেই। জমি বিক্রি করে তিনি কিছু টাকা সংগ্রহ করেছেন। বাকি টাকার জন্য একমাত্র মেয়েকে অপারেশন করাতে পারছেন না। লামিয়াকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্যে পাঠানোর ঠিকানা যমুনা ব্যাংক রূপগঞ্জ শাখা একাউন্ট নং-৬২২৯১। মোবাইল-০১৯২৫-৭৯৬০৬৬।

ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এমআর