প্রিয়ার অভিযোগ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে: খালিদ মাহমুদ

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ১৭:১৪

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে বলে মনে করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, এই অভিযোগ পুরোপুরি দেশবিরোধী।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘এতে (অভিযোগ) আমরা বিচলিত নই। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।’

শনিবার দুপুরে দিনাজপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

‘প্রিয়া সাহা নামে এক নারী বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন তা তিনি ব্যক্তি স্বার্থেই করেছেন। নিশ্চয়ই এর পেছনে তার বা কোন গোষ্ঠীর স্বার্থ আছে। এ ধরনের দু-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মূল চেতনাকে কখনই ধ্বংস করা যাবে না।’

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিদেরকে ডেকে কথা বলেছেন ট্রাস্প। বাংলাদেশ থেকে যাওয়া প্রিয়া সাহা অভিযোগ করেন, এই দেশের তিন কোটি ৮০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান গুম হয়ে গেছে। তার নিজের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দেশ থাকতে পারেন না। কিন্তু দেশে থাকতে চান। ট্রাম্প যেন তাকে সহায়তা করে।

প্রিয়ার এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আর এ নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনও তার পাশে নেই। 

খালিদ মাহমুদ বলেন, ‘প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন বাংলাদেশে এ ধরনের কোন পরিস্থিতি নেই। ইতোমধ্যেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ একটা মডেল। বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের শান্তিপূর্ণ আবাসভূমি পৃথিবীর কোথাও নেই।’

‘ইতিপূর্বেও বেগম খালেদা জিয়া আমেরিকা কংগ্রেসের কাছে বাংলাদেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন এবং এগুলো একটি দেশবিরোধী কর্মকাণ্ড। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় যে মুক্তিযুদ্ধ করেছিলো, জিয়া-এরশাদ-খালেদারা সেই চেতনা ধ্বংস করতে পারে নাই। এই ধরনের দু-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মুল চেতনাকে কখনই নষ্ট করা যাবে না।’

এর আগে বৃক্ষমেলার উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চায়। এ জন্য প্রধানমন্ত্রী শতবর্ষী ডেল্টা প্ল্যান ঘোষণা করেছেন।’

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান প্রমুখ।

(ঢাকা টাইমস/২০জুলাই/বিইউ/ইএস)