সুরমা-কুশিয়ারা নদী খনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ১৮:৫২

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস

নদী ভাঙন রোধে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শনিবার দুপুরে সিলেটের জকিগঞ্জে বিভিন্ন নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুরমা এবং কুশিয়ারা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর ভাঙন বাড়ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

জাহিদ ফারুক বলেন, পুরো দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। যখনই যেখানে যা কিছু প্রয়োজন দেখা দিচ্ছে সরকার তার ব্যবস্থা করছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

জকিগঞ্জের শরিফাবাদ ও আমলশীদ এলাকায় নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ সসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান,সিলেট জোনের প্রধান প্রোকৌশলী মো. নিজামুল হক, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, সিলেট জোনের নির্বাহী প্রকৌশলি মো. শহিদুজ্জামান সরকার ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী উপন্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২০জুলাই/ইএস