‘কল্লাকাটা’র গুজব

পাগলও রক্ষা পেল না জনতার রোষানল থেকে

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৪ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ১৯:৩৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে কল্লাকাটা ব্যক্তি সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন লোককে গণধোলাই দেয় জনতা। শুক্রবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের গড়াবেড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ভাষ্য, গণধোলাইয়ের শিকার ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন।

গণধোলাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মনোরঞ্জন বর্মন। তিনি ঢাকার কেরানিগঞ্জ থানার পাইনা গ্রামের অমরণ চন্দ্র বর্মনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

তবে লোকটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় পুলিশের কাছে দেয়া ঠিকানাটি সঠিক কিনা সে ব্যাপারে পুলিশও নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই ব্যক্তিকে গফরগাঁওয়ের গড়াবেড় এলাকায় দেখতে পায় স্থানীয়রা। অপরিচিত হওয়ায় তাদের দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এলাকায় আসার কারণ জানতে চাইলে লোকটি একেক সময় একেক কথা বলতে থাকেন। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। এক পর্যায়ে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে লোকটিকে মানসিক ভারসাম্যহীন (পাগল) বলেই মনে হচ্ছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :