রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ২০:২৭

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী সীমান্ত থেকে ৫০২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সচিনতলা এলাকার পদ্মার চর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, রাতে চারঘাট সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মার চরে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ওই তিনটি বস্তা জব্দ করা হয়। এতে মোট ৫০২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া গেছে। সেগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী ফেনসিডিলগুলো ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)