যশোরে দুই জঙ্গি আটক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ২০:৩৯

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে জেলার মণিরামপুর উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় উগ্রবাদী বই, লিফলেট, ছয়টি মোবাইল, মেমোরি কার্ড উদ্ধার করা হয়। আটকরা হলেন- সৈয়দ মাহমুদপুর গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং একই গ্রামের রায়হান উদ্দিন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহিনুর ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘রায়হান উদ্দিন ও আবুবক্কার সিদ্দিক মণিরামপুরে বিভিন্ন এলাকা হতে অর্থ সংগ্রহের কাজ করে থাকে। যশোর অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে গোপন মিটিং করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা সদস্য সংগ্রহ করে থাকে।’

তিনি বলেন, ‘ফেসবুক ফ্রেন্ডশিপের মাধ্যমে অনলাইনে যোগাযোগ করে এবং পরে অজ্ঞাতনামা আনসার আল ইসলামের সদস্যদের মাধ্যমে সংগঠনে যোগদান করে। যোগদানের পরে সদস্য নির্বাচন, সদস্য সংগ্রহ বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তাদের সংগঠনের শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত হয়।’

সম্মেলনে উল্লেখ করা হয়, আটক রায়হান উদ্দিন নাগর ঘোপ মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি ও কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ হতে এইচএসসি এবং আবু বক্কার সিদ্দিক বাঙ্গালিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস ও কেশবপুর ডিগ্রি কলেজ হতে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :