স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ২০:৪৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোগরঞ্জের হোসেনপুরে স্কুলছাত্রী স্মৃতি আক্তার রিমাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার বিদ্যালয়ের সামনে রিমা হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

এসময় দোষীদের ফাঁসির দাবিতে বক্তব্য দেন- হোসেনপুর উপজেলা চেয়ারম্যান ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন, হোসেনপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনজুর আহমেদ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, নিহত রিমার মা আঙ্গুরা খাতুন, ভাই মাসুদ মিয়া, সহপাঠী ফারিহা জাহান কেয়া, অন্তি বেগম প্রমুখ।

নিহত স্মৃতি আক্তার রিমা হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।


১৭ জুলাই রাতে পাকুন্দিয়া উপজেলার গান্দারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ ও হত্যার শিকার হয় রিমা।
(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)