বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবাসহ দুই ছেলের

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ২২:২৭

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃর্শে দুই ছেলেসহ তাদের বাবা মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুখরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার শহিদুল ইসলাম, তার বড় ছেলে নাজিরুল ইসলাম এবং ছোট ছেলে আসাদুল ইসলাম।

স্থানীরা জানায়, সন্ধ্যার পর বাড়ির পাশে মাছ ধরতে যায় নাজিরুল ইসলাম। এ সময় পানির উপর ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে থাকা পানিতে পা জড়িয়ে যায় নাজিরুলের। তাকে উদ্ধার করতে প্রথমে তার ছোটভাই আসাদুল এবং পরে তাদের বাবা শহিদুল ইসলামও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে বাবাসহ দুই ছেলে মারা যান। এ ঘটনায় পানিমাছপুখরি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দু্র্ঘটনার পর জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী হাসপাতালে মৃতদের দেখতে যান।

জেলা প্রশাসক তাৎক্ষণিক লাশ দাফনের জন্য তাদের পরিবারকে ৫০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেন।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, মাছ ধরতে গিয়ে একে একে তারা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ পরিবারের সদস্যদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :