জাককানইবিতে লেটস টকের ফাইনাল রাউন্ড

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ২৩:০২

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং কম্পিটিশন ‘লেটস টক সিজন-২’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়।

১৪ জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ের ওপর তাদের বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিচারক ছিলেন এইচআরএম বিভাগের সহকারী অধ্যাপক মো. মিলন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অপর্না আউয়াল এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল।

প্রতিযোগীদের বক্তব্যের ওপর ভিত্তি করে বিচারকরা তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোস্তাফিজুর রহমান সেতু, দ্বিতীয় হয়েছে ফজলে রাব্বী এবং তৃতীয় হয়েছে ধঞ্জয় দিব্রু।

রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)