মঞ্চে হৃদরোগে কমেডিয়ানের মৃত্যু

বিনোদন ডেস্ক
| আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:৫৩ | প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ০৮:৩৬

ভারতের জনপ্রিয় হাস্যকৌতুক শিল্পী মঞ্জুনাথ নাইডু। শনিবার দুবাইয়ের একটি স্টেজে পারফর্ম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

দুইঘণ্টার কমেডি শোতে নাইডুই ছিলেন শেষ শিল্পী। স্ট্যান্ডআপ অ্যাক্ট করার সময় তার উৎকণ্ঠা-অস্বস্তির সমস্যা হচ্ছিল বলে স্টেজে জানান। সামনে থাকা একটি বেঞ্চে বসেও পড়েন। সেখানেই নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

এই ঢলে পড়াকে উপস্থিত দর্শকরা প্রথমে অভিনয়েরই একটা অংশ ভেবেছিলেন। তাই সবাই হাসতে শুরু করেছিলেন। পরে সবাই বুঝতে পারেন নাইডু মারা গেছেন। অবশ্য তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ।

কমেডি সার্কেলে নাইডু বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। কমেডি ও অভিনয় খুবই ভালোবাসতেন। শেষ চার-পাঁচ বছর ধরে তিনি দুবাইতেই ছিলেন। দ্য কোর্টইয়ার্ড প্লেহাউজে নিয়মিত পারফর্ম করতেন। আজ দুবাইতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ঢাকাটাইমস/২১ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :