পাকিস্তানে সংস্কার হচ্ছে মাদ্রাসা শিক্ষা

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০৯:০৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তন আনছে পাকিস্তান সরকার। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে ধর্মীয় নেতাদের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে ইমরান খান সরকার। শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ বলেছেন, সেখানে অন্য কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি ঘৃণাসূচক উপাদান থাকবে না।

পাকিস্তানে তিরিশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে। অনেক ক্ষেত্রেই দেশটির দরিদ্র মানুষদের জন্য মাদ্রাসায় যাওয়াই একমাত্র শিক্ষালাভের সুযোগ। সরকার বলছে, এই মাদ্রাসাগুলোকে নিবন্ধিত করা হবে এবং সেখানে ইংরেজি, গণিত এবং বিজ্ঞানও পড়ানো হবে।

সরকার আশা করছে, মাদ্রাসার নতুন পাঠ্যসূচি এমন হবে যাতে এখান থেকে পাস করে বেরুনোর পর ছাত্রদের চাকরি পাবার ক্ষেত্রে তা সহায়ক হয়।

এর আগেও বিভিন্ন সরকারের সময় এধরনের সংস্কারের উদ্রোগ নেওয়ার পর ধর্মীয় নেতাদের বাধার কারণে ব্যর্থ হয়েছে।

ঢাকা টাইমস/২১জুলাই/একে