ইয়েমেনে আটকে পড়েছেন বিন সালমান

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ১০:১৩ | আপডেট: ২১ জুলাই ২০১৯, ১০:৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে আটকে পড়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। আমেরিকার বহুল প্রচারিত দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে৷ এই সমস্যা থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন তিনি। ইয়েমেন ইস্যুতে বিন সালমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন বলেও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

চার বছরের বেশি সময় ধরে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে সৌদি জোট। যদিও এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এই সামরিক আগ্রাসনের প্রধান দুটি লক্ষ্য হল– পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরান ও হুথি আসনারুল্লাহ আন্দোলনকে বিনষ্ট করা৷

এমন অবস্থায় হতাশ সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি সহায়তা চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক এই তথ্য দিয়েছেন। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত সাহায্যের মধ্যে রয়েছে- গোয়েন্দাদের সহযোগিতা এবং মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েনের দাবি। ইয়েমেন আগ্রাসনের শুরু থেকেই আমেরিকা সৌদি আরবকে অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করে আসছে।

ঢাকা টাইমস/২১জুলাই/একে