ছাত্রলীগ, তোমার মানবিকতা সংগঠনের কর্মীর জন্য নয়?

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ১৩:৩৩

আল আমিন
সুলতান মোহাম্মদ ওয়াসি

প্রিয় মানবিক ছাত্রলীগ তোমাদের মানবিকতা কি শুধু হাঁসওয়ালা, বাঁশওয়ালা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালার জন্য? তোমার পেছনে জয় বাংলা স্লোগান দিতে দিতে যে কর্মীটি মৃত্যুর কোলে ঢলে পড়ল তার প্রতি কোনো মানবিকতা নাই?

ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে প্রতিটা ইউনিট-প্রধানদের নিজস্ব গাড়ি আছে। অথচ যে ছেলেটার স্লোগানে সম্মেলনস্থল মুখরিত ছিল, সেই ছেলেটা যখন অসুস্থ হয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তার দিকে কেউ ফিরেও তাকায়নি। এত মানুষ, এত গাড়ি থাকার পরেও তাকে ঠিক সময়ে হাসপাতালে নেওয়া হয়নি।

একজন ছাত্রলীগ কর্মীর জন্য এটা বেদনার, লজ্জার। সময়মত দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে হয়ত ওয়াসিকে বাঁচানো যেত।

প্রিয় মানবিক ছাত্রলীগ, তোমরা ফেসবুকের লাইভে আর বাইরে বাইরে শো আপের মানবিকতা বাদ দিয়ে পাশের কর্মীটার দিকে একটু মানবিক হও। তাতে তুমি যেমন ভালো আছ, তোমার পাশের, তোমার জন্য, দলের জন্য ‘জয় বাংলা’ বলে জীবন দিতে পারা কর্মীটাও ভালো থাকবে।

পরপারে ভালো থেকো প্রিয় ওয়াসি।

লেখক: সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ