ডেঙ্গু ‘আমদানি’ আওয়ামী লীগের: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৭:২৬ | প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১৬:০৯

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দাবি, দেশে ডেঙ্গু ‘আমদানি’ করেছে আওয়ামী লীগ। ১৯৯৭ সালে মরণঘাতি এই জ্বর ‘আমদানি’র পর এবার তা প্রতিরোধে উদ্যোগ নেই বলেও দাবি রিজভীর।

রবিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে রিজভী বলেন, ‘আমদানি হওয়ার পর থেকে এডিস মশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’

দুই দশক ধরেই বছরের মাঝামাঝি সময় এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। এই মশাগুলো প্রধানত ঘরোয়া পরিবেশে স্বচ্ছ পানিতে জন্ম নেয়। নগর কর্তৃপক্ষ এই মশার নিয়ন্ত্রণে যেমন সফল হয়নি, তেমনি এ নিয়ে জনগণের সচেতনতার অভাবও স্পষ্ট।

চলতি বছর নতুন ধরনের ডেঙ্গুর আবির্ভাবের কথা বলছেন চিকিৎসকরা। আর এরই মধ্যে ১৫ টির বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যাদের বড় অংশই শিশু। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরো কয়েক হাজার। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতার সমালোচনা হচ্ছে তীব্র।

রিজভী বলেন, ‘এই মারণঘাতি ডেঙ্গু জ্বর-এটা আওয়ামী লীগই আমদানি করেছে ১৯৯৭ সালে, তখন থেকে এই এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এটার জন্য যে ব্যাপক ড্রাইভ, স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তর-এদের কোনো কর্মকাণ্ড নাই।’

‘সিটি করপোরেশনগুলোর উদ্যোগ কথার মধ্যে সীমাবদ্ধ। এটার জন্য পর্যাপ্ত যে প্রতিরোধ- এটার যে অ্যান্টি ড্রাগ দরকার মানুষকে বাঁচানোর জন্য,কোনো কিছু নাই।’

‘আপনারা সবসময় দেখবেন উন্নয়ন কিংবা পদক্ষেপ এসব ক্ষমতাসীনদের ঠোঁটের মধ্যে এটা আটকে থাকে। কিন্তু বাস্তবে এর কোনো পদক্ষেপ কেউ কখনো দেখেনি। আজকে যানজটে, রাস্তা-ঘাটের বেহাল অবস্থায় আপনি বলুন, কোন দিক দিয়ে মানুষের স্বস্তি আছে? কোথাও স্বস্তি নাই।’

সরকারি চাকুরেদের ‘সরল বিশ্বাসে’র কর্মকাণ্ড পেনাল কোড অনুযায়ী অপরাধ নয় বলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বক্তব্যেরও প্রতিক্রিয়া জানান রিজভী। বলেন, “আমরা মনে করি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজেই যদি ‘সরল দুর্নীতির’ অভিনব বাণী জনগণকে শোনান, তাহলে দুর্নীতির জোয়ারে দেশ তো ভেসে যাবেই।”

‘এখন থেকে সরল বিশ্বাসে দুর্নীতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবে সরকারি কর্মকর্তারা। পক্ষপাতদুষ্টতার গুরুতর অভিযোগে অভিযুক্ত দুদক চেয়ারম্যানের এই বক্তব্যটি অপশাসনেরই একটি বিপজ্জনক বার্তা।’

(ঢাকাটাইমস/২১জুলাই/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :