কুড়িগ্রামের তিন উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ১৭:৫৯

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের চিলমারী, রৌমারী এবং রাজিবপুর উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা এবং বন্যা মোকাবিলায় সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি জানিয়ে গণফোরাম।

গণফোরাম জেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) আমসা আ আমিন সংবাদ সম্মেলনে বলেন, ‘কুড়িগ্রাম জেলা দেশের একমাত্র দারিদ্র্যতম জেলা। এই জেলায় ৭০.৮০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তার ওপর ভয়াবহ বন্যায় মানুষের এখন চরম দুর্ভোগ বিরাজ করছে। এখনই সামরিক বাহিনী, বে-সামরিক বাহিনীসহ সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে বন্যা মোকাবিলা করা না হলে অনেক প্রাণহানি ঘটার আশঙ্কা প্রকাশ রয়েছে।

এসময় তিনি সরকারকে দ্রুত কুড়িগ্রাম জেলার জন্য বিশেষ বরাদ্দ দেবার দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে তিনি সদর উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন।
সংবাদ সম্মেলনে জেলা গণফোরামের আহবায়ক সাইদুল আলম দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহিলা সম্পাদিকা জাকিয়া ফেরদৌসীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএ)