রাজশাহীতে জাল রুপি তৈরির কারখানা, আটক ৩

রাজশাহী ব্যুরো
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১৮:১১

রাজশাহীতে ভারতীয় জালরুপি তৈরির একটি ‘কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাব। রবিবার দুপুরে রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌ বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায় র‌্যাব। বাড়িটি থেকে ১০ লাখ ভারতীয় জাল রুপিসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- রুবেল হোসেন, জাহাঙ্গীর আলম ও মুক্তাদির। তারা বাড়িটির ভাড়াটিয়া।

র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরে সেখানে অভিযানে যায় র‌্যাব। পরে কারখানা থেকে জাল রুপি তৈরির মেশিন ও নগদ ১০ লাখ রুপি উদ্ধার করা হয়। অভিযানে পুলিশও সহায়তা করে। তিনি জানান, আটক তিনজনের মধ্যে রুবেল হোসেন এর আগেও জাল রুপি তৈরির অভিযোগে র‌্যাবের হাতে ধরা পড়েছিলেন। কারাগার থেকে বেরিয়ে আবারো তিনি জাল রুপি তৈরি চক্রের সাথে কাজ শুরু করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/২১জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :