এক গাছ একটি প্রাণ: ফরিদপুর ডিসি

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ১৮:৫১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ‘একটি গাছ মানেই হচ্ছে একটি প্রাণ। মানুষে মানুষে বিভেদ করে, কিন্তু গাছ কেউর সঙ্গে বিভেদ সৃষ্টি করে না, শুধু নীরবে পরিবেশের ও মানবজাতির কল্যাণ করে। গাছকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নেই। আগামী সুষ্ঠু-সুন্দর পরিবেশে জীবনযাপন করতে হলে প্রচুর গাছ লাগাতে হবে। ভবিষ্যতে আমাদের প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হলে গাছই হবে রক্ষাকবজ।’

ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুছায়া’ কর্মীদের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার তার অফিস ক্যাম্পাসে তরুছায়ার দেয়া একটি বৃক্ষরোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, তুরুছায়া সভাপতি খালিদ মাহমুদ সজিব, সাধারণ সম্পাদক তানভীর সাকিব প্রমুখ।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএ)