উলিপুরে রাস্তায় দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ১৯:৩৩

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

দুগ্ধ শিল্প রক্ষার দাবিতে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার খামারিরা।

রবিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপজেলার সকল দুগ্ধ উৎপাদনকারী খামারিরা স্বতঃর্স্ফূতভাবে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ধামশ্রেণি ইউনিয়নের যাদু পোদ্দার গ্রামের খামারি তসলিম উদ্দিন, ইয়াকুব আলী, পৌরসভার খাওনার দরগা গ্রামের আফজাল হোসেন, সুজা মিয়া, বজরা ইউনিয়নের খামারি আবুল কালাম, হাতিয়া ইউনিয়নের খামারি জবিউল ইসলাম, তবকপুর ইউনিয়নের রোকনুজ্জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার কর্তৃক গুঁড়ো দুধের উপর আমদানি কর বৃদ্ধি করায় গুঁড়ো দুধ আমদানিকারক কুচক্রি মহল দেশীয় দুগ্ধ শিল্পকে ধ্বংস করার জন্য দুধে এ্যান্টিবায়োটিক আছে বলে অপ্রচার চালাচ্ছে। ফলে দেশীয় তরল দুধের প্রতি মানুষের আস্থা উঠে যাচ্ছে। দুধের দাম নিম্নগামী হচ্ছে। ফলে খামারিরা দিন দিন লোকসানের মুখে পড়ে খামার গড়ার থেকে বিরত থাকছেন। এ অবস্থায় অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এতে উপজেলার শতাধিক খামারের সাথে যুক্ত পাঁচশত মানুষ বেকার হয়ে পড়বেন। তারা দুগ্ধ খামার রক্ষায় সরকারের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।  

ঢাকাটাইমস/২১জুলাই/ইএস