কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ২১:৩৫

কুষ্টিয়ার মিরপুর থানার একটি ফেনসিডিল মামলায় মাইক্রোবাস চালকসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের তাহাজ্জত হোসেন ওরফে সোহেল এবং মাইক্রোবাস চালক আমিরুল ইসলাম।

এছাড়া এই মামলায় চার আসামির মধ্যে দৌলতপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক এবং আতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ আগস্ট বিকাল পৌনে ৪টায় উপজেলার ধলসা গ্রামে মিরপুর থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২০২ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ আসামিদের আটক করে। পরে জব্দ ফেনসিডিলসহ আটকদের বিরুদ্ধে মিরপুর থানার এসআই কাজী আবু জুবাইর মামলা করেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :