কেরানীগঞ্জে বাচ্চাচোর সন্দেহে গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ২২:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কেরানীগঞ্জে বাচ্চাচোর সন্দেহে গণপিটুনিতে আহত ব্যক্তি (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম পরিচয় জানা যায়নি।

রবিবার রাত সোয়া আটটায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ১৮ জুলাই বিকালে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট এলাকায় স্কুলের সামনে বাচ্চাচোর সন্দেহে ওই ব্যক্তিকে বেদম পিটুনি দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ইউপি মেম্বার নিত্য  সরকার ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

মুঠোফোনে মেম্বার নিত্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২১জুলাই/এএ/ইএস