সাভারে পানি পড়া খেয়ে দুইজনের মৃত্যু, কবিরাজ গ্রেপ্তার

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ১২:০৮ | আপডেট: ২২ জুলাই ২০১৯, ১২:১৮

নিজস্ব প্রতিবেদক, সাভার
ফাইল ছবি

সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তাদের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি দুইজনের অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় ওহাব কবিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত দুইজন হলেন জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। তারা রাজধানী মিরপুরের বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, ‘গত শনিবার রাতে মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য আসেন জাকির ও রাশেদুল। এ সময় তারাসহ আরও দুইজন কবিরাজের দেয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

‘হাসপাতালে ভর্তির একদিন পর রবিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুলের মৃত্যু হয়। তবে চিকিৎসাধীন অপর দুইজনের অবস্থা শঙ্কামুক্ত।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, ‘এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

ঢাকাটাইমস/২২ জুলাই/এএইচ