বন্যার্তদের সহায়তা করতে ঢাবিতে কনসার্ট

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:২৪ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১২:২০

দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘কনসার্ট ফর কুড়িগ্রাম’। কনসার্টটির আয়োজন করেছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। আগামী ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, কুড়িগ্রামে এ বছর শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হয়েছে। বন্যায় জেলার নয় উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে ডুবে গেছে। এতে দুই লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে জেলাবাসী। এমন পরিস্থিতি কুড়িগ্রামের দিকে জাতীয় ও আন্তর্জাতিক নজর ফেরাতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাধারণ সম্পাদক রকিব মোহাম্মদ হাসান বলেন, ‘নানা কারণে কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র জেলায় পরিণত হয়েছে। নদীশাসন না করায় প্রতিবছর জেলাবাসীকে ভয়াবহ বন্যা মোকাবেলা করতে হচ্ছে। এ বছরের বন্যা বিগত সকল বন্যার চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সহযোগিতা বঞ্চিত রয়েছে জেলার নয় উপজেলার দুই লক্ষাধিক পরিবার।’

আয়োজক সংগঠনের সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, ‘কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ায় কুড়িগ্রাম শহরসহ পুরো জেলা পানির নীচে তলিয়ে গেছে। বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে কুড়িগ্রামবাসী। এমন পরিস্থিতে কুড়িগ্রামের উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।’

ঢাকাটাইমস/২২ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :