ডেঙ্গু নিয়ে হাইকোর্টের অসন্তোষ, দুই কর্মকর্তাকে তলব

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ১৬:৩৬ | আপডেট: ২২ জুলাই ২০১৯, ১৮:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশন যে পদক্ষেপ নিয়েছে সেই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেছে উচ্চ আদালত।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে ২৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায়  আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এছাড়াও এডিস মশা নির্মূলে এবং ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এ রকম রোগ ছড়ানো বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং এই ধরনের রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

গত ১৪ জুলাই এই আদালত ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয় আদালত। ওই দিন আদেশে ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেয়া পদক্ষেপ আদালতকে জানাতে বলা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকার ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূলে দুই সিটি তাদের পদক্ষেপের প্রতিবেদন জমা দেয়। তবে এতে সন্তুষ্ট হতে পারেনি উচ্চ আদালত।

(ঢাকাটাইমস/২২জুলাই/জেবি)