বোয়ালমারীতে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৮:৩৬

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস এক মতবিনিময় সভার আয়োজন করে। সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল হাসান।

এসময় বক্তারা বিদ্যুতের নানা সমস্যা, লোডশেডিং ও নতুন বিদ্যুৎ সংযোগে ঘুষ, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম, সন্ধ্যায় ভোল্টেজ নেমে যাওয়া সম্পর্কে অভিযোগ তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি সমস্যা সমাধানে বিভিন্ন দিকনির্দেশনাসহ সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া আগামী দুই মাসের মধ্যে বোয়ালমারীকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- ফরিদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম (সদর দপ্তর) আব্দুর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেখা পারভিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাজাহান মীরদাহ পিকুল, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, নাজনীন সুলতানা, প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ ও সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :