ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের শোডাউন

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জানা গেছে, দুই দাবিতে মিছিল করলেও এর মাধ্যমে তারা মূলত শোডাউন করেন।

সোমবার দুপুরে নয়াপল্টনে কয়েকশ কর্মী নিয়ে বিক্ষুব্ধ নেতারা মিছিল করেন। তাদের মধ্যে সম্প্রতি দল থেকে বহিষ্কৃত নেতারাও ছিলেন।

ছাত্রদল নেতারা জানান, সম্প্রতি সার্চ কমিটির নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলেছেন, ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের ৮০ শতাংশকে ম্যানেজ করা গেছে। সময় পেলে বাকিদেরও ম্যানেজ করা সম্ভব। সার্চ কমিটির এই ‘ম্যানেজ’ বক্তব্যকে চ্যালেঞ্জ করে তারা শোডাউন করেন। এর মাধ্যমে প্রমাণের চেষ্টা করেছেন তারা আগের দাবিতে অনড় আছেন।

বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি এবং তারেক রহমানের নামে স্লোগান দেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারের ভয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

শোডাউনের বিষয়ে জানতে চাইলে বিলুপ্ত কমিটির সহ সভাপতি (বহিষ্কৃত) ইখতিয়ার রহমান কবির বলেন, ‘অনেকদিন ধরে কার্যালয়ে যাওয়া হয়নি। আজ সকালে আমরা প্রায় ৬০০ নেতাকর্মী নয়াপল্টনের কার্যালয়ে গিয়েছিলাম।’

‘এখানে শোডাউন করার কী আছে? আমাদের দলীয় কার্যালয়ে আমরা গিয়েছিলাম। তবে আজ আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শ্লোগান, আমাদের নেতা তারেক রহমানের নামে শ্লোগান দিতেই আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়।’

মিছিলে ছাত্রদলের সাবেক নেতা মামুন বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, দবির উদ্দীন তুষার, জহির উদ্দিন তুহিন, আজিজ পাটোয়ারি, আব্দুল মালেক, ওমর ফারুক মুন্না, মফিজুল ইসলাম আশিক, আবুল হাসান, আব্দুর রহিম হাওলাদার সেতু, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ অংশ নেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/বিইউ/জেবি)