চলুন দেশটা বাঁচাই, মানুষকে বাঁচাই

শরিফুল হাসান
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৯:৩৬

ব্যা‌রিস্টার সুম‌নের বিরু‌দ্ধে ‌ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে যে মামলা হ‌লো সেটাও কোনোভা‌বেই গ্রহণ‌যোগ্য নয়। আ‌মি আ‌গেই ব‌লে‌ছি, প্রিয়া সাহা অবশ্যই মিথ্যা তথ্য দি‌য়ে‌ছেন। কিন্তু সেই ইস্যু‌তে যেভা‌বে হিন্দু‌দের সমা‌নে গা‌লিগালাজ হ‌য়ে‌ছে সেটা মো‌টেও ভা‌লো লা‌গে‌নি। এমন‌কি ব্যা‌রিস্টার সুমন যেভা‌বে আগ বা‌ড়ি‌য়ে মামলা কর‌তে চাই‌লেন সে‌টিও ভা‌লো লা‌গে‌নি। রাষ্ট্র‌দ্রোহ মামলা করর জন্য রাষ্ট্র আছে। কিন্তু এখন ব্যা‌রিস্টার সুম‌নের বিরু‌দ্ধে ‌ডি‌জিটল নিরাপত্তা আই‌নে যে মামলা হ‌লো সেটাও কোনোভা‌বেই গ্রহণ‌যোগ্য নয়। সব‌কিছু‌তে বাড়বাড়ি না কর‌লে আমা‌দের তো চ‌লে না?

খব‌রে জানলাম, সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ব্যা‌রিস্টার সুম‌নের বিরু‌দ্ধে এক‌টি মামলা হ‌য়ে‌ছে। তা‌তে তার বিরু‌দ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগ আনা হ‌য়ে‌ছে। কিন্তু ব্যারিস্টার সুমন আগে থেকেই বলে আসছেন তার এই ফেসবুক আইডিটি ফেক। তিনি গত ২০ জুলাই তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, ‘আমার নাম ব্যাবহার করে একটি ফেক পেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেজ যার ফলোয়ার ২০ লাখের অধিক।

আমি সবসময় এদে‌শের নিপীড়িত মানুষ এবং স‌ত্যের প‌ক্ষে থাকার চেষ্টা ক‌রি। এই মামলার বাদী‌দের বল‌বো, আপনারা নি‌শ্চিত হন ব্যা‌রিস্টার সুমন আস‌লেই এ কথা ব‌লে‌ছেন কী না। পু‌লিশও তদন্ত করুক। য‌দি তি‌নি না ব‌লে থা‌কেন এবং ফেক আইডি হয় তাহ‌লে মামলাটা প্রত্যাহার করা হোক। অযথা এই ধরনের পাল্টাপা‌ল্টি মামলা সমা‌জে, রা‌ষ্ট্রে সংকট বাড়া‌বে। নতুন সমস্যা তৈ‌রি কর‌বে।

আর ব্যা‌রিস্টার সুমনকে আমরা দে‌খে‌ছি নুসরাতের ঘটনায় ও‌সির বিরু‌দ্ধে মামলা ক‌রেছেন। জনস্বা‌র্থে অ‌নেক কাজ কর‌ছেন তি‌নি। প্রিয়া সাহার বিরু‌দ্ধে তার মামলা করতে চাওয়ার বিষয়‌টি হয়তো আপনা‌দের আহত ক‌রে‌ছে। সেটাই স্বাভা‌বিক। কিন্তু এই ধর‌নের ভেদা‌ভেদ সংকট আরও বাড়া‌বে। কা‌জেই সবাই‌কে শান্ত হওয়ার আহবান জানা‌চ্ছি। এইসব মামলা, পাল্টা মামলা, ঘৃণার বাণী, আ‌রেকজন বা আরেক সম্প্রদায়‌কে গা‌লিগালাজ সংকট বাড়ায় বৈ কমায় না। কা‌জেই চলুন সবাই বি‌বেক‌বোধ দি‌য়ে কাজ ক‌রি।

সবার কা‌ছে বিনীত অনু‌রোধ, একটু ঠান্ডা মাথায় ভাবুন। দে‌শে এখন বন্যা, গণ‌পিটুনির ম‌তো ভয়াবহ সমস্যা। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলের আরো চারটি জেলা প্লাবিত হতে পারে। এ নিয়ে মোট ২২টি জেলা বন্যায় আক্রান্ত হবে। আপনা‌দের সবার কা‌ছে অনু‌রোধ, চলুন হিংসা আর ঘৃণা না ছ‌ড়ি‌য়ে মানু‌ষের কথা ভা‌বি। শা‌ন্তির কথা ভা‌বি। চলুন সবাই একবার ভা‌বি, মানুষ হি‌সে‌বে আপনার আমার করণীয় কী। চলুন দেশটা‌কে বাঁচাই। দে‌শের মানু‌ষকে বাঁচাই।

লেখক: সাংবাদিক ও উন্নয়নকর্মী

সংবাদটি শেয়ার করুন

নির্বাচিত খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাচিত খবর এর সর্বশেষ

ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন মাদ্রাসায় পড়ুয়া মাজিদুল হক

মুন্সীগঞ্জে ১০ কোটি টাকার পানি শোধনাগার কাজেই আসছে না

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সৌর বিদ্যুৎ দিচ্ছে ‘সোলার ইলেক্ট্রো’

শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণাসহ ৯ দাবি বাস্তবায়ন চায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ

শিশু নির্যাতন: শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং র‌্যাগিং প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নের আহ্বান

শহরের ব্যস্তজীবনে মানসিক স্বাস্থ্য নিয়ে ড. রাশেদা রওনকের আলোচনায় আমন্ত্রণ

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

দা‌ড়ি-গোঁফ গজাচ্ছে জান্না‌তির মুখে, প‌রিবর্তন হয়েছে কণ্ঠস্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :