‘পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৯:৪১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘খাদ্য ও পুষ্টির চাহিদাপূরন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অক্সিজেন ও মূল্যবান কাঠ সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।’

সোমবার বিকালে ফরিদপুর ব্রহ্মসমাজ সড়কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত পক্ষ কালব্যাপী বৃক্ষমেলা-২০১৯ উদ্বোধনকালে এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘বৃক্ষ শুধু ফল, কাঠ আর ছায়াই দেয় না, মানুষের অস্তিত্ব রক্ষায়ও বৃক্ষের অবদান অনস্বীকার্য। জীবনরক্ষার পুষ্টি উপাদান, খনিজ লবনসহ এন্টি-অক্সিডেন্টের মূল উৎস ফল। প্রতিদিন ফল খেলে রোগ বালাই হবে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়, অক্সিজেন ও মূল্যবান কাঠ পাওয়া যায়, প্রাকৃতিক দুর্যোগের মোকবিলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভূ-মণ্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম।’

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র সাহা, জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ প্রমুখ।

ঢাকাটাইমস/২২জুলাই/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :