চট্টগ্রামের চাকতাই খালে উচ্ছেদ অভিযান

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ২০:৪১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামের চাকতাই খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে খালের বহদ্দারহাট অংশে এ উচ্ছেদ চালানো হয়।
জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্র জানায়, চাকতাই খালটির দৈর্ঘ্য ৫ দশমিক ৮৮১ কিলোমিটার। খালটির ওপর অবৈধ স্থাপনা ৩০০টি। এর আগে রাজখালী খাল-২ ও নোয়াখালে উচ্ছেদ করা হয়।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন বলেন, ‘চাকতাই খালে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলবে। পর্যায়ক্রমে নগরের ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযান আগামী দুই মাস পর্যন্ত চলবে।’

সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী বলেন, ‘খালগুলোর ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সিডিএকে আমরা সহযোগিতা করছি।’

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)